1. admin@thedailyintessar.com : rashedintessar :
যে কারণে আপনি গরীব : মাস শেষে হাতে কিছুই থাকেনা - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন

যে কারণে আপনি গরীব : মাস শেষে হাতে কিছুই থাকেনা

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

কাজকর্ম করেন আপনি, বেকার নন। আয়-রোজগারও নেহাত কম নয়। তা-ও যা আয় হচ্ছে, মাস শেষে তাকিয়ে দেখছেন, হাতে আর কিছুই নেই। এই দিন এনে দিন খাওয়া চলছেই। মনে প্রশ্ন আসতে পারে, সব সময়ই কি এমন দরিদ্র দশায় কাটবে? ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে নয়টি বিশেষ লক্ষণের কথা। যদি এগুলোর কোনোটি বা কিছু আপনার মধ্যে থেকে থাকে, তাহলে বুঝবেন—ধনী হওয়া আসলে সম্ভব নয় আপনার পক্ষে!

১. আপনি সঞ্চয়ের ওপর অনেক বেশি গুরুত্ব দেন, কিন্তু আয়ের বিষয়ে গুরুত্ব দেন না।

২. আপনি এখনো কোনো কিছুর ওপর বিনিয়োগ শুরু করেননি।

৩. নির্দিষ্ট সময় আর দিনের বিষয়ে ভিত্তি করে আপনি পারিশ্রমিক পেতে চান। ধনী এবং সফল ব্যক্তিরা তাঁদের কাজের ফলাফলের ভিত্তিতে পারিশ্রমিক চান।

৪. আপনি এমন সব জিনিসপত্র কিনে ফেলেন, যেগুলো চালানোর বা রক্ষণাবেক্ষণের ক্ষমতা আসলে আপনার নেই।

৫. আপনি অন্য কারো স্বপ্ন পূরণের চেষ্টা করে চলছেন, নিজেরটা নয়!

৬. নিজের জন্য নিরাপদ এবং আরামদায়ক আঙিনার বাইরে যেতে চান না আপনি।

৭. অর্থ উপার্জনের জন্য আপনার তেমন নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।

৮. আপনি সবকিছুর আগে আগে খরচ করেন। এর পর যতটুকু অবশিষ্ট থাকে, সেটাই সঞ্চয় করেন।

৯. আপনি বিশ্বাস করে বসে আছেন যে আপনার পক্ষে কখনোই ধনী হওয়া সম্ভব নয়!

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar