1. admin@thedailyintessar.com : rashedintessar :
জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশ হয়ে পর্দায় আসছেন জয়া - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন

জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশ হয়ে পর্দায় আসছেন জয়া

টিডিআই রিপোর্ট :
  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় কবি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ঝরা পালক’। সিনেমায় কবির স্ত্রী লাবণ্য দাশ হয়ে পর্দায় আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গতকাল (২৫ ডিসেম্বর) এসেছে এ সিনেমার ট্রেলার।

এই ছবিতে জীবনানন্দের ভূমিকায় দেখা গেছে ব্রাত্য বসুকে। একঝলক দেখা গিয়েছে কবি কাজী নজরুল ইসলামকেও। সাদাকালো ফ্ল্যাশব্যাকের পাশাপাশি রয়েছে রঙিন অনেক চরিত্র। সিনেমার কেন্দ্রে রয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন কাহিনী। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে লাবণ্য হয়ে এসেছেন জয়া আহসান। চলচ্চিত্রটিতে আরও আছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্তসহ অনেকেই।

সিনেমায় কৌশিক সেনকে দেখা যাবে কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়, আর সুপ্রিয় দত্তকে দেখা যাবে কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে। এছাড়া জীবনানন্দের সমালোচক কবি সজনীকান্ত দাশের ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদারকে।

২০১৭ সালের শেষ দিকে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। নানা কারণে বারবার পিছিয়েছে মুক্তি। পরে করোনার কারণেও সিনেমা হল পর্যন্ত যায়নি ‘ঝরা পালক’। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরে। তবে তার আগে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar