বিয়ের মাস না যেতেই ভাঙনের মুখে কণ্ঠশিল্পী ইলিয়াস ও ভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহর সংসার। কারণ হিসেবে তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে দায়ী করছেন সুবাহ। ইলিয়াস দায়ী করছেন সুবাহকে।
দুজনই গুরুতর অভিযোগের কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
দুজনারই অভিযোগ, ‘তারা পরস্পরের নিকট শারীরিক নির্যাতন। মান-সম্মানহানি, নিজেকে আঘাত করে নারী নির্যাতন মামলার ভয় ও জীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করেছেন ইলিয়াস। রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন গায়ক।
অন্যদিকে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুবাহ। ডায়েরি করার কারণ সম্পর্কে সুবাহ বলেন, নিরাপত্তাজনিত কারণে আমি সাধারণ ডায়েরি করেছি। তবে বিচ্ছেদের পথে হাঁটতে চান না বলে জানান। ইলিয়াসের সঙ্গেই সংসার করতে চান।
আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। আমি বিয়ে করেছি সংসার করার জন্য। আমি একটাই বিয়ে করেছি। বিয়ে করা আমার পেশা না। আমি ওকে ছাড়ব না। আমি ইলিয়াসের ভাতই খাব। নুন-মরিচ দিয়ে ভাত খাওয়ালেও ইলিয়াসের ঘর করব। আমার দিক থেকে ডিভোর্স দেব না। ’
এদিকে ইলিয়াস জানালেন ভিন্ন কথা। তিনি সুবাহকে কিছুতেই মানতে চাচ্ছেন না। বলেন, ‘আমি বিচ্ছেদের দিকেই যাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই। আসলে ফেরার পথ থাকে, কিন্তু সেই পথ সে রাখেনি। লাইভে এসে কী বলছে আপনারা জানেন, এক থার্ড পারসনের লাইভে গিয়ে উল্টাপাল্টা কথা বলে। আসলে যে পরিস্থিতি হয়ে গেছে, আপনি আমার জায়গায় থাকলে কী করতেন?’