করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের এমপি জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত দুই ছেলেসহ আইসিটি প্রতিমন্ত্রী বাসাতেই আইসোলেশনে আছেন। বুধবার তার স্ত্রীর করোনা পরীক্ষা করা হবে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন পলক। এসময় তার দুই পুত্রও তার সাথে ছিল। গত ১ তারিখে তিনি দেশে ফিরেছেন। মঙ্গলবার করোনার নমুনা পরীক্ষা করা হলে দুই ছেলেসহ তার ফলাফল পজিটিভ আসে।