আগামী ১০ ফেব্রুয়ারি মেনুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ভোলা, লালমোহন উপজেলা, ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন, মেম্বার পদে ৫০ জন এবং সংরক্ষিত নারী পদে ১৯ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন –
মুফতি মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন, ফরিদ উদ্দিন আহমেদ তালুকদার, সৌরভ হাওলাদার, আবুল কাশেম মুসলমান, আসাদ মেলকার , মোহাম্মদ কবির ও ফরহাদ হোসেন ।
এ ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।
রবিবার ১৬ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসারদের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
আজ ১৭ জানুয়ারি সোমবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়।
২৪ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও ২৫ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ।