১০ই ফেব্রুয়ারী লালমোহন উপজেলার ১ নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুফতী শিহাব উদ্দিন তার নির্বাচনী ইশতেহার ঘোষণায় সাড়া পড়েছে লালমোহন।
তিনি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন – বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমি বদরপুর বাসীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে স্থানীয় জনগণের স্বতস্ফূর্ত ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।
গোটা ইউপি জুড়ে পরিবর্তনের একটি নীরব বিপ্লব লক্ষ করা যাচ্ছে, জনগণের ভালোবাসা আমার শক্তি।
আপনাদের ভালোবাসায় গড়তে চাই সুন্দর বাসযোগ্য ও পরিচ্ছন্ন আগামীর বদরপুর ইউনিয়ন। শোষিত, বঞ্চিত,ও নিপিড়ত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে শান্তির প্রতিক হাতপাখা প্রতীকে প্রার্থী হয়েছি।
করোনাকালে বৈশ্বিক মহামারীতে সারাদেশের মতো বদরপুর ইউনিয়নেও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে নিম্নে বর্ণিত বিষয়গুলো সর্বপ্রথম বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
১.আল্লাহর রহমতে আমি বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে পরিষদ পরিচালনা করিব।
২. ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান-মেম্বার ও এলাকার সুশীল সমাজ, আলেম উলামা -মসজিদের ইমাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অত্র এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রেখে সন্ত্রাস-দুর্নীতি চাঁদাবাজি ও মাদক মুক্ত সমাজ গঠনে সচেষ্ট থাকব ।
৩. ইউনিয়নের সকল ব্যবসায়ী দের কে নিয়ে ব্যবসায়ী সংগঠন করে ব্যবসায়ীদের কল্যানে কাজ করব ইনশাল্লাহ।
৪. মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিল থেকে উপবৃত্তি চালু করা হবে।
৫. জনসংখ্যা আনুপাতিক হারে প্রতিটি ওয়ার্ডে মেম্বারদের কে নিয়ে সকল সরকারি বরাদ্দ গঠন করা হবে।
৬. অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার উন্নয়ন এবং কৃষি কাজে উদ্বুদ্ধ করা হবে।
৭. যুবসমাজকে মাদকের করাল গ্রাস হতে মুক্ত করার জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
৮. বদরপুর ইউনিয়নকে কয়েকটি জোনে বিভক্ত করে প্রতিটি জোনে আলাদা গ্রাম আদালত স্থাপন করা হবে।পাশাপাশি সাবেক চেয়ারম্যান-মেম্বার ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।
৯. নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিটি গ্রামে গ্রামে সুশীল সমাজকে নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। বিধবাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করণে আলাদা তহবিল গঠন করা হবে।
১০. সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমন্বয়ে ঐক্য কমিটি গঠন করা হবে।
১১. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করণে স্থানীয় শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা বান্ধব টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে ।
১২. আমি বিজয়ী হলে আপনাদের সকলের সহযোগিতায় বদরপুর ইউনিয়ন কে একটি আদর্শ মডেল ইউনিয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।