1. admin@thedailyintessar.com : rashedintessar :
আইফোন ১৩ নিয়ে গুরুতর অভিযোগ : ফোন বদলে দিচ্ছে অ্যাপল - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৩০ অপরাহ্ন

আইফোন ১৩ নিয়ে গুরুতর অভিযোগ : ফোন বদলে দিচ্ছে অ্যাপল

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

সফটওয়্যার সমস্যার কারণে আইফোন ১৩ এর কিছু কিছু ফোনের ডিসপ্লে গোলাপী বর্ণ ধারণ করছে এবং ফেটে যাচ্ছে। অ্যাপলের ব্লগে এবং রেডিটে সমস্যাটি নিয়ে অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী।

আপাতদৃষ্টিতে শুধুমাত্র আইফোন ১৩ সিরিজের ফোনগুলোতেই এ সমস্যা দেখা যাচ্ছে। অ্যাপলের অন্য ডিভাইসগুলোতে এখনো সমস্যাটি ধরা পড়েনি।

পাশাপাশি আরো কিছু সমস্যা নিয়েও অভিযোগ আসছে। একজন ব্যবহারকারী ফোনের ডিসপ্লে সমস্যার পাশাপাশি জিপিএস ঠিকঠাক কাজ করছে না বলে জানিয়েছেন।

তবে সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেনএকজন; তিনি জানিয়েছেন যে: তার ফোনের ব্যাটারি অদ্ভুত আচরন করছে, ফোনটি নিস্ক্রিয় হয়ে যাচ্ছে এবং ডিসপ্লের রং গোলাপী দেখাচ্ছে।

এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে চীনে। সমস্যা নিয়ে কোনো মন্তব্য না করলেও অ্যাপল এরই মধ্যে কয়েকজনের ফোন বদলে দিয়েছে। পাশাপাশি চীনের ওয়েইবোতে অ্যাপলের প্রতিনিধিদল পাঠানো হয়েছে । সেখানে তারা গ্রাহকদেরকে  ফোনের তথ্য ব্যাকআপ রেখে আইওএস-র সর্বশেষ ভার্সনে ফোনটি আপডেট করিয়ে নিতে পরামর্শ দিচ্ছেন।

সূত্র: ইন্টারনেট

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar