1. admin@thedailyintessar.com : rashedintessar :
আট স্ত্রী নিয়ে সুখে সংসার করছেন ট্যাটুশিল্পী : স্ত্রীদের মধ্যে নেই কোনো অশান্তি - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন

আট স্ত্রী নিয়ে সুখে সংসার করছেন ট্যাটুশিল্পী : স্ত্রীদের মধ্যে নেই কোনো অশান্তি

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

একজন দুইজন নয় একেবারে আটজন স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকেন এক ব্যক্তি। শুনতে অবাক করার মতো হলেও থাইল্যান্ডে এমন এক যুবককে পাওয়া গেছে।  

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আট বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল। 

জানা যায়, সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তার দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না।

সোরোট জানান, আট স্ত্রীই তাকে খুব ভালোবাসেন। যত্ন নেন। প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। 

দেশটির স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানান, তার প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।  

সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’ 

তবে সোরোট জানান তিনি খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী। তার স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে কোনো সমস্যা হয় না ৷ 

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar