এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও বসেছিলেন এবারের পরীক্ষায়। তিনি পেয়েছেন জিপিএ ৩.৭৫ (এ মাইনাস)।
দীঘি ছোটবেলায় গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন তিনি।
এ বছরের মার্চে মুক্তি পেয়েছে দীঘির নায়িকা চরিত্রে প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার।