1. admin@thedailyintessar.com : rashedintessar :
দ্রুতগতির লঞ্চ এমভি প্রিন্স আওলাদ -১০ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন

দ্রুতগতির লঞ্চ এমভি প্রিন্স আওলাদ -১০ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা-বরিশাল নদীপথে দিবা-রাত্রি সেবা নিয়ে যুক্ত হয়েছে দ্রুতগতির লঞ্চ এমভি প্রিন্স আওলাদ -১০। সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টায় যাত্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে লঞ্চটি আজ রবিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

গত শুক্রবার জমকালো অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের মাধ্যমে লঞ্চটির শুভ যাত্রার ঘোষণা দেয় মেসার্স মিতা ট্রান্সপোর্ট কোম্পানি কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০০০ জন যাত্রী ধারণক্ষমতার নৌযানটি রাত ৮:৩০ মিনিটে ঢাকা থেকে এবং রাত ৮:৩০ মিনিটে বরিশাল থেকে যাত্রী পরিবহন করবে। ২৮৫ ফুট দৈর্ঘ্য, ৪৬ ফুট প্রস্থ দ্রুতগতির লঞ্চটি সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টায় ঢাকা-বরিশালে যাত্রী পৌঁছে দেবে। লঞ্চটিতে শীতাতপনিয়ন্ত্রিতসহ ৩০৫ সিট কেবিন রয়েছে। সিঙ্গেল ও ডবল দুই ধরনের কেবিন ছাড়াও ৮ টি ভিআইপি ও ডুপ্লেক্স কেবিন আছে। ৭০০ জন তৃতীয় শ্রেণির (ডেক) যাত্রীর ব্যবস্থা আছে।

লঞ্চটির ব্যবস্থাপনা পরিচালক

শিশির হোসাইন যুবরাজ বলেন, যাত্রীদের নিরাপত্তায় লঞ্চে ৫০০ বয়া, ১৫০ টি লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণের ব্যবস্থা রয়েছে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar