ঢাকা-বরিশাল নদীপথে দিবা-রাত্রি সেবা নিয়ে যুক্ত হয়েছে দ্রুতগতির লঞ্চ এমভি প্রিন্স আওলাদ -১০। সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টায় যাত্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে লঞ্চটি আজ রবিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।
গত শুক্রবার জমকালো অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের মাধ্যমে লঞ্চটির শুভ যাত্রার ঘোষণা দেয় মেসার্স মিতা ট্রান্সপোর্ট কোম্পানি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০০০ জন যাত্রী ধারণক্ষমতার নৌযানটি রাত ৮:৩০ মিনিটে ঢাকা থেকে এবং রাত ৮:৩০ মিনিটে বরিশাল থেকে যাত্রী পরিবহন করবে। ২৮৫ ফুট দৈর্ঘ্য, ৪৬ ফুট প্রস্থ দ্রুতগতির লঞ্চটি সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টায় ঢাকা-বরিশালে যাত্রী পৌঁছে দেবে। লঞ্চটিতে শীতাতপনিয়ন্ত্রিতসহ ৩০৫ সিট কেবিন রয়েছে। সিঙ্গেল ও ডবল দুই ধরনের কেবিন ছাড়াও ৮ টি ভিআইপি ও ডুপ্লেক্স কেবিন আছে। ৭০০ জন তৃতীয় শ্রেণির (ডেক) যাত্রীর ব্যবস্থা আছে।
লঞ্চটির ব্যবস্থাপনা পরিচালক
শিশির হোসাইন যুবরাজ বলেন, যাত্রীদের নিরাপত্তায় লঞ্চে ৫০০ বয়া, ১৫০ টি লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণের ব্যবস্থা রয়েছে।