1. admin@thedailyintessar.com : rashedintessar :
নৌকার প্রার্থীকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মুফতি শিহাব - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

নৌকার প্রার্থীকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মুফতি শিহাব

টিডিআই রিপোর্ট :
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল হক তালুকদারকে দেখতে হাসপাতালে গিয়েছেন আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ শিহাব উদ্দিন। মুফতি শিহাব, অত্র ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী।

জানা গেছে, মুফতি শিহাব প্রতিদিন ফজর নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এলাকাবাসীর খোঁজখবর নেন। এক-এক ওয়াক্তে এক-এক মসজিদে নামায আদায় করেন তিনি।

জুমার নামাজ, মিলাদ, ওয়াজ-মাহফিল, অসুস্থতা, মৃত্যুবার্ষিকী ও মৃত্যুর সংবাদে সবার আগে উপস্থিত হয়ে জানাজায় অংশগ্রহণ করেন তিনি। এমন সুশিক্ষিত ও দক্ষ চেয়ারম্যান প্রার্থী পেয়ে খুশি এলাকাবাসী।

মুফতি শিহাব বলেন, যতদিন বেঁচে আছি এলাকা বাসীর সেবা করে যাব, চেয়ারম্যান না হলেও জনগণের সেবা অব্যাহত থাকবে। চেয়ারম্যান হলে গুনেগুনে সবার উপকার না করতে পারলেও অন্ততপক্ষে কারো ক্ষতি করব না এবং ক্ষতি হতে দিব না ইনশাআল্লাহ।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar