নির্বাচনে বাবা-মা ভোট দিলেই তাদের সন্তানদের ফলাফলে যোগ হবে অতিরিক্ত ১০ নম্বর। ভারতের লখনৌয়ের ক্রাইস্ট চার্চ কলেজে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
গত ১০ ফেব্রুয়ারি থেকে উত্তর প্রদেশে চলছে ভোটগ্রহণ। চলবে আগামী ৭-ই মার্চ পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে আগামী ১০ মার্চ। নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্যই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
কলেজের প্রিন্সিপাল রাকেশ কুমার সংবাদসংস্থা এএনআই-কে বলেন, যে শিক্ষার্থীদের বাবা-মা ২৩ ফ্রেব্রুয়ারি এবং বাকি দফাগুলিতে ভোট দান করে নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবেন, তাদের আমরা দশ নম্বর করে পুুরস্কার হিসেবে দেবো৷ এর মাধ্যমেই আমরা ভোটদানের হার একশো শতাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর ফলে দুর্বল শিক্ষার্থীদেরও পরীক্ষায় পাস করা সহজ হবে।
উত্তর প্রদেশে কে ক্ষমতায় আসবে সেটি নিয়ে গোটা ভারতেই দেখা দিয়েছে কৌতুহল। রাজনৈতিক উত্তেজনায় অনেকেরই ভোটদানের বিষয়টি নজর এড়িয়ে যায়। কিন্তু অভিনব উদ্যোগ নিয়ে এরইমধ্যে নজর কেড়েছে লখনৌয়ের ক্রাইস্ট চার্চ কলেজ।
সূত্র: নিউজ ১৮ ও ইন্ডিয়া টুডে