রাজধানীর হোটেল রেডিসনে আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ বিউটি সেক্টর নিয়ে দেশের প্রথম অ্যাওয়ার্ড শো “বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২”
অনুষ্ঠানে মোট ১৮ টি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ পুরস্কার। “বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২” অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়া হবে নির্বাচিতদের হাতে।
অনুষ্ঠানে বিচারকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সাংসদ, চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক ওমর সানি, প্রমুখ।
ক্যাটাগরিগুলো যথাক্রমে- দেশ সেরা বিউটি এক্সপার্ট, বিভাগীয় সেরা বিউটি এক্সপার্ট ,ও জেলাভিত্তিক সেরা বিউটি এক্সপার্ট।
সেরা পার্লার মালিক, সেরা পার্লার অলরাউন্ডার বিউটি এক্সপার্ট , সেরা মেকওভার আর্টিস্ট ব্রাইডাল, সেরা মেকওভার আর্টিস্ট পার্টি ,সেরা মেকওভার আর্টিস্ট অলরাউন্ডার , সেরা হেয়ারস্টাইলিসট এক্সপার্ট ,সেরা হেয়ারস্টাইল রিবনডিং এক্সপার্ট ,সেরা হেয়ারকাট এক্সপার্ট, সেরা মেকওভার ব্লগার , সেরা বিউটি সেক্টর ইনফ্লুয়েন্সার, দেশ সেরা নারী উদ্যোক্তা, দেশ সেরা সফল বিজনেস ওমেন, বিভাগীয় সেরা সফল নারী উদ্যোক্তা, বিভাগীয় সফল বিজনেস ওমেন, জেলাভিত্তিক সেরা নারী উদ্যোক্তা/বিজনেস ওমেন।
এছাড়াও বিভিন্ন খাতে স্মরণীয় অবদান রাখার জন্য বিশেষ ব্যক্তিত্বকে দেওয়া হবে গুণীজন সম্মাননা।
এ প্রসঙ্গে ঢাকা জেলার নমিনেশন প্রাপ্ত মোস্ট ডিমান্ডেবল মেকআপ আর্টিস্ট ইতি এঞ্জেল বলেন- এই প্রথম বাংলাদেশে এসএম বিউটি একাডেমি ও আগামীর আয়োজনে হতে যাচ্ছে বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২”
সারাদেশ থেকে প্রায় পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা নমিনেশনের জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকে সম্মানিত বিচারকগণের রায়ে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেওয়াই “বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২’এর মূল উদ্দেশ্য। এতে করে উদ্যোক্তারা উৎসাহিত হবেন, নিজেরা এগিয়ে যাবেন অন্যদেরকেও এগিয়ে নিবেন বলে আমার বিশ্বাস, এসএম বিউটি একাডেমি সবসময় ভালো কাজে উৎসাহ প্রদান করে।
অনুষ্ঠানটি ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টা থেকে রাত ৯ পর্যন্ত বিভিন্ন মিডিয়ায় এবং ফেসবুকে এসএম বিউটি একাডেমির পেজে সরাসরি সম্প্রচার করা হবে।