1. admin@thedailyintessar.com : rashedintessar :
ঢাকার সেরা মেকআপ আর্টিস্ট নির্বাচিত হলেন পুরান ঢাকার মেয়ে ইতি এঞ্জেল - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন

ঢাকার সেরা মেকআপ আর্টিস্ট নির্বাচিত হলেন পুরান ঢাকার মেয়ে ইতি এঞ্জেল

টিডিআই রিপোর্ট :
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর হোটেল রেডিসনে গত ২৮ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়েছে বিউটি সেক্টর নিয়ে দেশের প্রথম অ্যাওয়ার্ড শো “ বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২ ”

চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ওমর সানি অনুষ্ঠানে মোট ১৮ টি ক্যাটাগরিতে দেশের ৬৪ জেলা থেকে নির্বাচিত সকলের হাতে পুরস্কার তুলে দেন।

বিচারকদের রায়ে “ বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২ ” ঢাকা জেলার মোস্ট পপুলার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নির্বাচিত হন পুরান ঢাকার মেয়ে, তরুণ নারী উদ্যোক্তা, ইতি এঞ্জেল মেকওভারের চেয়ারম্যান, ইতি এঞ্জেল।

বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২ ” সারাদেশ থেকে প্রায় পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা নমিনেশনের জন্য আবেদন করেন । তাদের মধ্য থেকে সম্মানিত বিচারকগণের রায়ে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ।

এসএম বিউটি একাডেমি সবসময় ভালো কাজে উৎসাহ প্রদান করে।

“ বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২’ এর মূল উদ্দেশ্য ছিল উদ্যোক্তাদের উৎসাহিত করা, যাতে করে নিজেরা এগিয়ে যাবেন অন্যদেরকেও এগিয়ে নিবেন।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar