1. admin@thedailyintessar.com : rashedintessar :
তেলের বাজারে আগুন, তাই তেল ছাড়া রান্নার পদ্ধতি - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

তেলের বাজারে আগুন, তাই তেল ছাড়া রান্নার পদ্ধতি

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২

সবারই কম তেলে রান্না করা খাবার খাওয়া উচিত। তেল স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এ কারণেই ওজন কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেলবিহীন খাবারের বিকল্প নেই। এখন তেলের বাজারে আগুন। তাই অনেকটা মিতব্যয়ী হয়েই তেল খরচ করতে হবে।

প্রতিদিনের খাবারে মুরগির মাংস কমবেশি সবাই খান। তবে কখনও কি তেল ছাড়া মুরগির মাংস রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে চলুন জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংসের টুকরো

২. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ২. আদা বাটা সামান্য

৩. রসুন বাটা ১ চা চামচ

৪. জিরা বাটা ১ চা চামচ

৫. দারুচিনি আস্ত ১টি

৬. এলাচ ২-৩টি

৭. লবণ পরিমাণ মতো

৮. হলুদের গুঁড়া সামান্য ও

৯. মরিচের গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি:

একটি ননস্টিকি ফ্রাইপ্যানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে চুলার আঁচ হালকা রেখে নাড়তে থাকুন। মসলার পানি শুকিয়ে আসলে তাতে সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পরিমাণ মতো দারুচিনি, এলাচ, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়ুন। মসলা শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে নাড়ুন।

মসলা কষানো হলে মাংসের টুকরোগুলো দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর পাত্রের মুখ ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে একটু ঝোল ঝোল রেখে বা ঘন করে নামিয়ে ফেলুন। ব্যাস সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া মুরগির মাংস রান্না। এবার গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পোলাওয়ের সাথে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar