1. admin@thedailyintessar.com : rashedintessar :
টিকটকার জান্নাতুল নওরিন এশার ঝুলন্ত লাশ উদ্ধার - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

টিকটকার জান্নাতুল নওরিন এশার ঝুলন্ত লাশ উদ্ধার

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে গত শুক্রবার জান্নাতুল নওরিন এশা নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার দক্ষিণ সারণি রোড আবাসিক এলাকার এরশাদ শিকদারের মেয়ে।

এশার মায়ের দাবি, প্রেমিক প্লাবন ঘোষকে ভিডিওকলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার ভোরের দিকে ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এশার মা সানজিদা নাহার বলেন, ‘গত বহস্পতিবার রাত ৯টার দিকে প্লাবনের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয় এশা। পরে এশাকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। বাসায় ফিরে এসে এশা নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়।’

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar