1. admin@thedailyintessar.com : rashedintessar :
মার্কিন বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় আক্রমণের পরামর্শ দিলেন ট্রাম্প - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন

মার্কিন বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় আক্রমণের পরামর্শ দিলেন ট্রাম্প

টিডিআই রিপোর্ট :
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২

যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় আক্রমণের পরামর্শ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৬ মার্চ) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তিনি বলেন, আমাদের এই মুহূর্তে উচিত এফ-২২ যুদ্ধ বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় অনবরত বোমা হামলা করা এবং পরে বলতে হবে চীনারা এটা করেছে। তারপর এই দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করবে, আমরা সেটা উপভোগ করব।

শীর্ষ রিপাবলিকান দাতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। তার এই কথা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়ে অনবরত তালি দিতে থাকে।

সাবেক এই প্রেসিডেন্ট এমন সময় এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে নিজেদের দায়িত্বজ্ঞানহীন কথা ও কাজের জন্য বিশ্বজুড়ে নিন্দার সম্মুখীন হচ্ছেন।

ন্যাটোকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, কোনো দেশই যুদ্ধের সময় বলে না যে তারা অপরাধ করছে। এটা মানবতার জন্য হুমকি। তাদেরকে থামাতে হয়। কিন্তু ন্যাটো তা করছে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar