বেলুন বিক্রি করছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমন একটি ছবি পোস্ট করেছিলেন ফটোগ্রাফার অর্জুন কৃষ্ণান। এ ছবি পোস্ট করার পর থেকেই কিসবু নামের ওই তরুণীকে নিয়ে চর্চা হচ্ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে তাকে নিয়ে একটি ফটোশুট করার পর রাতারাতি ‘মডেল’ বনে যান ওই তরুণী।
কিসবুর মডেল হয়ে ওঠা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অর্জুন কৃষ্ণান বলেন, আন্দালুর কাভু উৎসবে কিসবুকে বেলুন বিক্রি করতে দেখি ১৭ জানুয়ারি। এ সময় তার বেশ কয়েকটি ছবি তুলে নিই।
‘ছবি তোলার পর এসব কিসবু ও তার মাকে দেখানো হয়। তারা ছবিগুলো দেখে খুবই খুশি হন’, যোগ করেন কৃষ্ণান।
এর পর সেখান থেকে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এ ফটোগ্রাফার। যা পরে ভাইরাল হয়ে যায়।পরে কিসবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফটোশুটের জন্য রাজি হন।তার মেকাপের দায়িত্বে ছিলেন রেমিয়া।
রেমিয়া বলেন, কিসবুকে মেনিকিউর, পেডিকিউর এবং ফেসিয়্যাল করানো হয়। এ সময় সে স্বাচ্ছন্দ্যবোধ করছিল কিনা খেয়াল রাখা হয় তার দিকে।
ছবিতে দেখা যায়, কিসবুকে পরানো হয়েছে ঐতিহ্যবাহী কাসাবু শাড়ি ও স্বর্ণের অলংকার।
এর পর তার ছবি কৃষ্ণান শেয়ার করেন ইনস্টাগ্রামে। যা অভূতপূর্ব সাড়া পেয়েছে।