1. admin@thedailyintessar.com : rashedintessar :
সর্বোচ্চ ১৭ ঘন্টা রোজা রাখবেন মুসলমানরা - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বোচ্চ ১৭ ঘন্টা রোজা রাখবেন মুসলমানরা

টিডিআই রিপোর্ট :
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগলিক অবস্থানের ওপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সময় পর্যন্ত পরিবর্তিত হয়। বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানরা তাদের ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন।

এরইমধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। এবছর রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা। আইসল্যান্ডের রেইকজাভিক শহরে বসবাসকারী মুসলমানেরা ১৬ ঘণ্টা ৫০ মিনিট পর্যন্ত রোজা রাখবেন। দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে রোজার সময়কাল কম হবে। উদাহরণস্বরূপ, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

দক্ষিণ আফ্রিকার (জোহানেসবার্গ) মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ১৫ মিনিট, নিউজিল্যান্ড ১১ ঘণ্টা ৫৫ মিনিট এবং প্যারাগুয়েতে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে যা সর্বনিম্ন সময় বলে পরিগণিত হবে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar