1. admin@thedailyintessar.com : rashedintessar :
ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ বছর পর শীর্ষস্থানে ব্রাজিল, দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:০২ অপরাহ্ন

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ বছর পর শীর্ষস্থানে ব্রাজিল, দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ

টিডিআই রিপোর্ট :
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের অবস্থান ১৮৮। এদিকে প্রায় ৫ বছর পর শীর্ষস্থানে ফিরেছে ব্রাজিল।

এবারের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মালদ্বীপের মাঠে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। আর তাতে ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে যায় বাংলাদেশ। সাফ অঞ্চলে বাংলাদেশের পরে অবস্থান কেবল পাকিস্তান (১৯৭) ও শ্রীলঙ্কার (২০৫)। এই অঞ্চলে সবচেয়ে এগিয়ে থাকা ভারত আছে ১০৬তম স্থানে। ভারতের পরের স্থানগুলোতে অবস্থান মালদ্বীপ (১৫৬), নেপাল (১৬৮) ও ভুটানের (১৮৭)।

এদিকে বেলজিয়ামকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দল ব্রাজিল। বেলজিয়াম আছে দ্বিতীয় অবস্থানে। ফ্রান্সের অবস্থান তৃতীয়। এর পরের স্থানগুলোতে আছে- আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইতালি, স্পেন ও পর্তুগাল।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar