1. admin@thedailyintessar.com : rashedintessar :
যেভাবে ভেরিফাই করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন

যেভাবে ভেরিফাই করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

টিডিআই রিপোর্ট:
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকের পর ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ইনস্টাগ্রাম। একের পর এক নতুন ফিচার যুক্ত হওয়ায় দিন দিন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মেটার ছবি শেয়ারের এই মাধ্যমটি।

তাই ছবির গ্রহণযোগ্যতা বা এর বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ করতে এখানেও আছে নীল ব্যাচ। অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা বিশ্বাসযোগ্য প্রোফাল হিসেবে প্রতিষ্ঠার সুযোগ।

তাহলে জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে কী করতে হবে ব্যবহারকারীকে।

* প্রথমেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করতে হবে ব্যবহারকারীকে। এরপর সামনে আসবে প্রোফাইল সেকশন।

* সেখান থেকে ডানদিকের উপরের দিকের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।

* এ পর্যায়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে রিকোয়েস্ট ভেরিফিকেশনে যেতে হবে। একবার সেটি Done করা হয়ে গেলে, নিজের পুরো নামটি লিখতে হবে।

* এবার ন্যাশনাল আইডি কার্ডের মতো নিজের আইডেন্টিফিকেশন সঠিকভাবে লিখতে হবে। এরপর ক্লিক করুন সাবমিট অপশনে ।

ব্যাস হয়ে গোলো। এখন অপেক্ষা করুন যাচাই প্রক্রিয়ার।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar