মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলাধীন বিবন্দী গ্রামের সরকারি প্রাইমারী স্কুলের সামনে থেকে সাত্তার মুক্তারের বাড়ি হয়ে রমজান বাসারের বাড়ি পর্যন্ত কুকুটিয়া ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের অর্থায়নে আর সি সি ঢালাই রাস্তা হওয়ায় আজ শুক্রবার বাদ জুমা আব্দুস সাত্তার মুক্তারের সভাপতিত্বে শুকরানা দোয়ার আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সফল ও সম্মানীত চেয়ারম্যান জনাব আলহাজ্ব বাবুল হোসেন বাবু, আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জজ আদালতের এ পি পি এডভোকেট আব্দুল মতিন উজ্জ্বল কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম ছেন্টু মুক্তার। আওয়ামী লীগের নেতা মোঃ শাহাদাত, মিন্টু মেম্বার,তপন মেম্বার, তোফায়েল মেম্বার, আরশাদ মেম্বার,স্বপন মেম্বার, সুলতান মেম্বার, ফজল বাসার, ছাত্র লীগ নেতা সোহেল রানা, রিয়াজ সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।