1. admin@thedailyintessar.com : rashedintessar :
ম্যাজিশিয়ান মেকআপ আর্টিস্ট ধ্রুবতারার জন্মদিন উদযাপন - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন

ম্যাজিশিয়ান মেকআপ আর্টিস্ট ধ্রুবতারার জন্মদিন উদযাপন

টিডিআই রিপোর্ট :
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

ঢাকার আকাশে মিটিমিটি করে জ্বলা এক ধ্রুবতারা ইতি এঞ্জেল। শনিবার ২১ মে ছিল ম্যাজিশিয়ান মেকআপ আর্টিস্ট এই ধ্রুবতারার জন্মদিন। জমকালো আয়োজনে প্রতিবারের মতো এবারো বন্ধু আত্মীয় স্বজনদের নিয়ে বড় পরিসরে জন্মদিন সেলিব্রেশন করা হয়েছে। জন্মদিনের আয়োজনে সাজসজ্জায় ছিল সাদা গোলাপি ও সোনালী রঙের বিন্যাস।

ঢাকার মোস্ট পপুলার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ইতি এঞ্জেল এর জন্মদিন উপলক্ষে আমন্ত্রণে আসা অতিথিরা কেক কেটে, নেচে-গেয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন।

ইতি এঞ্জেল বলেন, জন্মদিনে আমি আমার ও আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চাই। আমি যেন আগামীতে মেকআপ আর্টিস্ট হিসেবে কেবল দেশেই নয়, দেশের বাইরেও নিজেকে ও নিজের কাজকে সকলের কাছে তুলে ধরতে পারি।

ব্রাইডাল মেকআপে ইতি এঞ্জেলের প্রশংসা সারাদেশে। তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম- ঢাকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু তে অনুষ্ঠিত “বিউটি এন্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১”-এ বেস্ট এন্ড মোস্ট ডিমান্ডেবল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ইন ঢাকা নির্বাচিত হন তিনি।

এছাড়াও পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ অনুষ্ঠিত “বাংলাদেশ ওমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ২০২২”-এ সাকসেসফুল ওমেন এন্ট্রেপ্রেনিউর ২০২২ সহ বিভিন্ন সম্মাননা ভূষিত হন।

ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজের প্রতি ইতি এঞ্জেল এর ছিল দারুণ আগ্রহ। এই আগ্রহ থেকেই মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এক্ষেত্রেও প্রতিবন্ধকতা ছিল অনেক। কিন্তু ইতি এঞ্জেলের অদম্য সাধনায় একসময় সকলেই মানতে বাধ্য হয় যে তার হাতে আসলেই জাদু আছে। আর সেই জাদুর স্পর্শেই তিনি অনিন্দ্য সুন্দর করে একজন কনেকে সাজিয়ে তুলেন। তার এই জাদুর স্পর্শের কথা এখন পুরো দেশ ছড়িয়েছে ।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar