মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন কুকুটিয়া ইউনিয়নের তেরটি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছাব্বিশে মে ২০২২ শুক্রবার কুকুটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহমেদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, কুকুটিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আঃ হালিম ও প্রধান শিক্ষক বিমলানন্দ বসু হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন দিদার, পশ্চিম নওপাড়া স্কুলের সভাপতি হাবিবুর রহমান হাবু, বিবন্দী স্কুলের সভাপতি আঃ মঈম কমল,সুরদিয়া স্কুলের সভাপতি সাকিল আরমান হুমায়ূন,নাগরভাগ স্কুলের সভাপতি আঃ মতিন, আওয়ামী লীগের নেতা শাহজাহান চিশতি, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জল, তাজুল মেম্বার,লিটন মেম্বার, সুলতান মেম্বার স্বপন মেম্বার নজরুল মেম্বার,সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।