1. admin@thedailyintessar.com : rashedintessar :
অনবরত বৃষ্টিতে বান্দরবানে পাহাড়ধসের ঝুঁকি, স্থানীয়দের সরে যেতে মাইকিং - The Daily Intessar
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:১২ অপরাহ্ন

অনবরত বৃষ্টিতে বান্দরবানে পাহাড়ধসের ঝুঁকি, স্থানীয়দের সরে যেতে মাইকিং

টিডিআই রিপোর্ট :
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২

কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের জনজবিন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনো থেমে থেমে কখনো অনবরত বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ের পাদদেশে বসবাস করছে হাজারো পরিবার আর কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের সম্ভাবনা।

এদিকে পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়ানো ও জানমাল রক্ষার্থে শনিবার (১৮জুন) বিকেল থেকে পাহাড়ের পাদদেশ ঝুকিপূর্ণ পরিবারদের নিরাপদে সরে যেতে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সর্তক করা হয়েছে।

মাইকিং-এ পাহাড়ের পাদদেশ ঝুকিপূর্ণ পরিবারদের নিরাপদে সরে যাওয়া জন্য নির্দেশনা প্রদান করেন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

তিনি জানান, প্রতিবছর এই সময়টা প্রচুর বৃষ্টিপাতের ফলে বান্দরবানে বন্যা দেখা দেয় আর সেই সঙ্গে পাহাড় ধসে প্রাণহানীর ঘটনা ঘটে।

আর তাই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়েছে।  

তিনি বলেন, বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুুত করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরদের আমরা সার্বিক বিষয় তদারকির জন্য নিদের্শনা দিয়েছি।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar