স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর অনেকেই গাড়ি নিয়ে ঘুরে এসেছেন সেতুর ওপর থেকে। তবে অনন্ত জলিল ও বর্ষা যেন এককাঠি সরেস।
দুই সন্তানকে নিয়ে হেলিকপ্টারে করে ঘুরে এলেন পদ্মা সেতু থেকে। সম্প্রতি অনন্ত জলিল সস্ত্রীক হেলিকপ্টার নিয়ে পদ্মা সেতু পরিদর্শন করেছেন।
সেতুর প্রায় ৫০০ ফুটের বেশি উপর থেকে পরিদর্শন করেন। এ সময় অনন্ত জলিল বলেন, আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতুর সঙ্গে ‘দিন: দ্য ডে’ সিনেমার সম্পৃক্ততা খুঁজে বের করা।