আজকের দিনেই (২৬ জুলাই) পৃথিবীতে যাত্রা শুরু করেন The Daily Intessar পত্রিকার অনলাইন পাবলিশার আফরিন টুকটুকি। আজ তার জন্মদিন। এদিন আত্মীয়-স্বজন অনুরাগী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
The Daily Intessar পত্রিকার সম্পাদক ও তার বর “রাশেদ বিনয়”-এর কাছ থেকে এবারের জন্মদিনের প্রথম উইশ ও উপহার পেয়েছেন আফরিন টুকটুকি। সোশ্যাল মিডিয়ায় সেই উইশ-এর স্কিনশট পোস্ট করে তিনি।
প্রসঙ্গত, আফরিন টুকটুকির গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। জন্ম ও বেড়ে ওঠা মিরপুরে। আফরিন টুকটুকি রাজধানীর গ্রীন ইউনিভার্সিটি থেকে এমবিএ, ও বিবিএ ডিগ্রি অর্জন করেন। বৈবাহিক জীবনে এক সন্তানের জননী তিনি।
The Daily Intessar পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।