ঢাকাই সিনেমার জনপ্রিয় গান ‘তেল গেলে ফুরাইয়া, বাত্তি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া…।’ সৈয়দ আব্দুল হাদীর গাওয়া এই গানে ‘ত্যাগ’ সিনেমায় অভিনয় করেছিলেন হুমায়ুন ফরীদি।
কালের পরিক্রমায় শক্তিমান এই অভিনেতার জীবন প্রদীপ নিভে গেছে। হুমায়ুন ফরীদির চলে যাওয়ার দশ বছর পূর্ণ হলেও আজও তিনি চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অম্লান।
শুধু হুমায়ুন ফরীদি নন, ‘তেল গেলে ফুরাইয়া’ গানের সঙ্গে যুক্ত আরও কয়েকজন তাদের পৃথিবী ভ্রমণ শেষ করেছেন। যে সিনেমায় গানটি ব্যবহার করা হয়, সেই ‘ত্যাগ’ সিনেমার পরিচালক শিবলি সাদিক ২০১০ সালের ৭ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। গানটির সুরকার আলম খান গত ৮ জুলাই মারা গেছেন। জনপ্রিয় এই গানটির গীতিকার মনিরুজ্জামান মনির। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গীতিকবি ইতোমধ্যে জীবনের সত্তর বসন্ত পার করেছেন।