1. admin@thedailyintessar.com : rashedintessar :
রাজ্যে'র মা হলেন পরীমনি বাবা শরিফুল রাজ - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

রাজ্যে’র মা হলেন পরীমনি বাবা শরিফুল রাজ

টিডিআই রিপোর্ট:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। আজ প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে এনেছেন পরীমনি। নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দিয়ে পরীমনি লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও, অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

এর আগে গতকাল বাবা হওয়ার খবর জানিয়ে রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনি। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।

এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar