1. admin@thedailyintessar.com : rashedintessar :
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে ডিমের দাম  ১২ টাকা ৫০ পয়সা - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে ডিমের দাম  ১২ টাকা ৫০ পয়সা

টিডিআই রিপোর্ট:
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

খাদ্য ও নিত্যপণ্য দাম বাড়ার দৌড়ে এবার সামিল ডিম। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় এক হালি বাদামি রঙা মুরগির ডিম কিনতে গুণতে হচ্ছে ৫০ টাকা। 

অর্থাৎ, একটি ডিমের দাম পড়ছে সাড়ে ১২ টাকা। আর ডজন হিসাবে কিনতে গেলে দিতে হচ্ছে ১৪৫ টাকা থেকে ১৫০ টাকা। প্যাকেজাত ডিমের দাম আরও বেশি। 

এর আগে ২০০৯-১০ সালে ডিমের দাম অস্বাভাবিক বেড়েছিলো। কারণ ছিল বার্ড ফ্লু। বর্তমানে দাম বাড়ার কারণ হিসেবে খামারিরা বলছেন, পোল্ট্রফিড ও পরিবহন খরচ অনেক বেড়েছে। 

খামারিরা জানিয়েছেন, মুরগির খাবারের দাম এতটা বেশি যে ব্যয় সামলাতে না পেরে অনেক খামার বন্ধ হয়ে গেছে। ফলে চাহিদার বিপরীতে উৎপাদনও কমে গেছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে ভুট্টা আমদানি কমেছে। এতে দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কেজি এখন ৩৫ থেকে ৩৬ টাকা। 

সয়াবিন মিলের (সয়াবিনের খইল) দাম কেজিতে ৩২ থেকে বেড়ে ৬২ টাকা হয়েছে। এখন আবার ট্রাক ভাড়াও বেড়েছে।

গত শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের হালি প্রতি দর চাওয়া হয় ৪৭ টাকা। হাঁসের ডিমের দাম আরও বেশি। বাজার ভেদে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা হালি।

২০০৮-০৯ সালে মুরগির ডিমের হালির গড় দাম ছিলো ২৭ টাকার আশপাশে। সবশেষ গত জুলাইয়ে দাম ছিলো ৪০ টাকার কিছু কম। 

কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও বেড়েছে। বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar