1. admin@thedailyintessar.com : rashedintessar :
টিকটকে বিভিন্ন সমস্যায় পড়ছেন বাংলাদেশি ব্যবহারকারীরা - The Daily Intessar
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন

টিকটকে বিভিন্ন সমস্যায় পড়ছেন বাংলাদেশি ব্যবহারকারীরা

টিডিআই রিপোর্ট:
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটকে লগইন করতে গিয়ে রোববার সন্ধ্যা থেকে সমস্যায় পড়েছেন বাংলাদেশি ব্যবহারকারীরা।

কয়েকজন ব্যবহারকারী সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকের সমস্যার বিষয়টি জানান। 

পরে খোঁজ নিয়ে দেখা যায়, কিছু ব্যবহারকারী অ্যাপটিতে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েছেন। অনেকে অবশ্য সমস্যা ছাড়াই অ্যাপে ঢুকতে পেরেছেন।

 তবে অনেকে ভিডিও আপলোড করতে না পারা এবং ভিডিওতে গান যোগ করতে পারছেন না বলে জানিয়েছেন।

 মেকআপ আর্টিস্ট ইতি অ্যাঞ্জেল The Daily Intessar- কে জানান, তিনি অ্যাপটি ব্যবহার করতে পারছেন। কিন্তু লোডিং টাইম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল।

এছাড়াও অনেক ব্যবহারকারী জানান রোববার রাত ৮টার পর থেকে টিকটক অ্যাপে কোনো আপডেট কন্টেন্ট দেখতে পাননি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বরাতে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার টিকটক বন্ধ করেনি এ বিষয়ে সরকারের কিছু করার নেই।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar