গ্রেট ওয়াল শপিং সেন্টারের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মামুন চৌধুরী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাই চিকিৎসা নিতে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
মামুন চৌধুরী- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সূত্রাপুর অবস্থিত মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন এই ব্যবসায়ী। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিন-চারদিনের মধ্যেই কিছুটা সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন তিনি।
মামুন চৌধুরী বলেন, ‘আপাতত কিছুটা ভালো আছি। চিকিৎসক আরও তিন-চারদিন হাসপাতালে থাকতে বলেছেন। সবার কাছে দোয়া চাই আমার জন্য।’
এদিকে গ্রেট ওয়াল ব্যবসায়ী সমিতি, সমিতির সাধারণ সম্পাদক মামুন চৌধুরীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।