ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোলা জেলার লালমোহনের কৃতি সন্তান ফারহান মো: আরিফুর রহমান।
মেধাবী, পরিশ্রমী ও সৃজনশীল ছাত্রনেতা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। ফারহান আরিফের জন্ম ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইয়নিয়নে। এই ইউনিয়নের নবীনগর এলাকা থেকে ফারহানের বেড়ে উঠা।
স্কুল জীবন থেকেই সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। মেধাবী ছাত্র হিসেবে স্থানীয় পর্যায়ে সুনাম রয়েছে ফারহানের। শিক্ষাক্রমের বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পদার্পণ তার।
প্রথম থেকেই মেধা ও সাহসিকতার সমন্বয়ে রাজনীতি শুরু করেন তিনি। ছাত্রদলের রাজনীতিতে জড়িত থাকার কারণে তাকে ক্যাম্পাসে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে। একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলে ফারহানের ব্যাপারে ইতিবাচক ধারণা পাওয়া গিয়েছে। এদিকে নবগঠিত কমিটিতে ফারহানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন।
উল্লেখ্য যে, নবগঠিত ৩৩ সদস্য বিশিষ্ট ঢাবি ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।