1. admin@thedailyintessar.com : rashedintessar :
চমৎকার ঝর্নার খেলা, মাত্র ১০০ টাকায় শিশুদের জন্য বেস্ট বিনোদন ও শিক্ষণীয় স্থান - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন

চমৎকার ঝর্নার খেলা, মাত্র ১০০ টাকায় শিশুদের জন্য বেস্ট বিনোদন ও শিক্ষণীয় স্থান

টিডিআই রিপোর্টঃ
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

প্রবেশ পথ দিয়ে ঢুকতেই চোখে পড়বে চমৎকার ঝরনার খেলা। দেশের গানের সঙ্গে পানির এই খেলা আপনাকে মুগ্ধ করবেই। মূল ভবনের ভেতরে ঢোকার পর আপনি হারিয়ে যাবেন ইতিহাসের বাঁকে বাঁকে। কোথাও সাহসী সেনার চ্যালেঞ্জ গ্রহণ আপনাকে বিস্মিত করবে, কোথাও আবার তাদের অর্জন করবে গর্বিত। বলছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের কথা।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত।

১৯৮৭ সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। ২০০৯ সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনা প্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে ২০১০ সালে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নীতকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে করার সুপারিশ করে। এই লক্ষ্যে ২০১৬ সালে ২৭৬ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পও প্রস্তুত করা হয়। ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভো থিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমি উপর নির্মিত। জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ ছয়টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, ২য় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, ৩য় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি, ৪র্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, এন্টি এয়ারক্রাফ্ট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্রও এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়া এখানে শিল্প গ্যালারি, প্রদর্শনী গ্যালারি, উপহারের দোকান, মুক্তমঞ্চ, চলচ্চিত্র হল, বহুবিধ হল, সেমিনার হল, গ্রন্থাগার, আর্কাইভ, ভাস্কর্য, ম্যুরাল, ক্যাফেটারিয়া, আলোকোজ্জ্বল ঝর্ণা ইত্যাদি রয়েছে।

এই জাদুঘর কমপ্লেক্সের পাশে “তোশাখানা জাদুঘর” নামে একটি পৃথক যাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা হয়।

সাপ্তাহিক বন্ধ: বুধবার। এছাড়া জাতীয় ছুটির দিনগুলোতে বন্ধ থাকে।সকালের প্রদর্শনী: সকাল ১০টা থেকে দুপুর ১টা। (শুক্রবার ও বুধবার বাদে)বিকালের প্রদর্শনী: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা (বুধবার বাদে)

টিকিটের দাম: জনপ্রতি ১০০ টাকা। অনলাইনে টিকিট করে যাওয়া ভালো। এতে কম ঝক্কিতে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট না কিনলে সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে।

অনলাইনে টিকিট কিনতে চাইলে https://bangabandhumilitarymuseum.com/visitor/registration এই লিঙ্কে ক্লিক করুন।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar