1. admin@thedailyintessar.com : rashedintessar :
‘অর্জনে গৌরবের সতেরো’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৪ অপরাহ্ন

‘অর্জনে গৌরবের সতেরো’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

টিডিআই রিপোর্ট:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

অর্জনে গৌরবের সতেরো’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল- শোভাযাত্রা, বার্ষিক চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, নাটক পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা উৎসব।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, চেয়ারম্যান শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনের নিচতলায় শিল্পকর্ম প্রদর্শনী-২০২২-এর উদ্বোধন করেন উপাচার্য। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আঁকা ছবি ও অন্যান্য শিল্পকর্ম স্থান পায়।

এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ প্রতিষ্ঠিত। একাডেমিকভাবে সেশনজটমুক্ত, কারিকুলামের আধুনিকায়ন ও মেধাবী শিক্ষকদের প্রয়াসে এ বিশ্ববিদ্যালয় আজ সব অভিভাবক ও শিক্ষার্থীদের ভর্তির জন্য মূল আকর্ষণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার অতীতের গর্ব অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাবে।’

পরে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি বিষয়ের উপর নির্মিত ‘তাদের দেশ’ নাটকটি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চস্থ হয়। এ ছাড়া ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীতে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তার মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত গ্রন্থ, বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে প্রকাশিত জার্নাল, শিক্ষকদের প্রকাশিত গ্রন্থ ও অন্যান্য মুদ্রণ উপকরণ স্থান পায়।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar