মুক্তি প্রতীক্ষিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘দামাল’। ২৮ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। তার আগে দারুণ সব প্রচারণা পরিকল্পনা দিয়ে তাক লাগিয়ে দিচ্ছে পুরো টিম। আজ শনিবার (২২ অক্টোবর) ‘দামাল’ সিনেমা টিমের আমন্ত্রণে খেলা খেলতে ও দেখতে এসেছিলেন দেশের একঝাঁক তারকাশিল্পী।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে সিনেমার শুটিং ছাড়া সত্যিকারের ফুটবল ম্যাচ খেললেন এই তারকাশিল্পীরা। আজকের দামাল টিমের সঙ্গে খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
পেশাদার খেলোয়াড়দের সঙ্গে ‘দামাল’ টিমের হয়ে মাঠে নেমে খেলেছেন শরিফুল রাজ, সিয়াম, বিদ্যা সিনহা মিম, সুমিত চৌধুরী, সৌমিক, সুমিত, সোলায়মান সুখন, আয়মান সাদিক, জামাল ভুঁইয়া, সোহেল মণ্ডল, এফএস নাঈম। মাঠের গ্যালারিতে বসে ছিলেন জাহিদ হাসান, ফেরদৌস আহমেদ, রিয়াজ, মোস্তফা সরয়ার ফারকী, নিপুণ, সুনেরাহ বিনতে কামালসহ অনেক তারকা।
পরিচালক রায়হান রাফি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের ফুটবল দলের ঘটনা নিয়ে রায়হান রাফির পরিচালনায় দামাল সিনেমাটি আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে। তার প্রচারণা হিসেবে আমাদের ভিন্ন এই আয়োজন। মূলত তারকাদের নিয়ে আজকের এই খেলার আয়োজন। এখানে কোনো দল নেই। আমরা দুই দলই দামাল।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো এতো তারকা একসাথে খেলবে ফুটবল ম্যাচ! টিম দামালের আমন্ত্রণে বসুন্ধরা কিংস অ্যারেনায় একসাথে ফুটবল ম্যাচ খেলতে জড়ো হন দেশের মিডিয়া অঙ্গনের এক ঝাঁক তারকা ও দেশসেরা ক্লাব বসুন্ধরা কিংসের তারকা ফুটবলাররা। ইতিহাস রচিত হবে দামালের হাত ধরে।’
এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, মামুন অপু, সামিয়া অথৈ, শাহানাজ সুমীসহ অনেকেই।