1. admin@thedailyintessar.com : rashedintessar :
নভেম্বরে বিশ্বব্যাপী উন্মোচিত হচ্ছে নোকিয়া ৭৬১০ ফাইভ-জি স্মার্টফোন - The Daily Intessar
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন

নভেম্বরে বিশ্বব্যাপী উন্মোচিত হচ্ছে নোকিয়া ৭৬১০ ফাইভ-জি স্মার্টফোন

টিডিআই রিপোর্ট:
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে নোকিয়া ৭৬১০ ফাইভ-জি ২০২২ স্মার্টফোন। ধারণা করা হচ্ছে নভেম্বরে বিশ্বব্যাপী স্মার্টফোনটি উন্মোচিত হবে।

৬.৯ ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া থাকবে নোকিয়ার ডিভাইসটিতে। করনিল গরিলা গ্লাস ৭ এর প্রটেকশন স্ক্রিনে দেওয়া থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।

নোকিয়ার হ্যান্ডসেটে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকবে। স্মার্টফোনটিতে ৮ জিবি ও ১০ জিবি র‍্যামের দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। একই সাথে ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজার দুইটি ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল থাকবে।

নোকিয়া এর স্মার্টফোনটির পেছনে চারটি ক্যামেরা লেন্স অবস্থিত। প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেল। আবার একই সাথে ফ্রন্ট ক্যামেরায় দুইটি ক্যামেরা লেন্স দেওয়া থাকবে। প্রথমটি ৬৪ মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি ৮ মেগাপিক্সেল।

স্মার্টফোনটিতে শক্তিশালী ব্যাটারি দেওয়া থাকবে এবং ৩৩ ওয়াটের কুইক চার্জিং ফিচার থাকবে। লিথিয়াম আয়নের ৬৭০০ মেগাহার্জের বিশাল ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।

যারা ওয়্যারলেস চার্জিং সিস্টেম পছন্দ করেন তাদের জন্য নোকিয়ার হ্যান্ডসেটটি উপযুক্ত হবে। মোবাইলটি আইপি৬৯ সার্টিফিকেট অর্জন করেছে। ফলে পানির স্পর্শে কোন সমস্যা হবে না।

Active Noise Cancellation সিস্টেম দেওয়া হয়েছে। ৩.৫ মিলিমিটার অডিও জ্যাকের অপশন রয়েছে। ধারণা করা হচ্ছে ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোনটি মার্কেটে অ্যাভেলেবল থাকবে। এই স্মার্টফোনটির সবথেকে আকর্ষণীয় দিক হচ্ছে শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লে।

মাঝারি বাজেটের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লে দেওয়ার কারণে মার্কেটে এদের চাহিদা থাকবে ব্যাপক ‌‌। অনেক ক্রেতা রয়েছেন যারা বড় ডিসপ্লের ফোন ভালবাসেন এবং শক্তিশালী ব্যাটারি দরকার। তাদের জন্য এই স্মার্টফোনটি সবথেকে উপযুক্ত হবে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar