ঢাবিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত খেলা দেখানো বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার জাহিদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি ভেন্যুতে ফুটবল বিশ্বকাপের খেলা দেখাচ্ছিল মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘নগদ’। অনিবার্য কারণে ৪টি কোয়ার্টার ফাইনালের খেলা দেখানো বন্ধ থাকবে।
সেমিফাইনাল থেকে তিন ভেন্যুতেই আবার যথারীতি ম্যাচ প্রদর্শন করা হবে। এ খবর নিশ্চিত করেছেন নগদ-এর হেড অফ পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল।