এবারের বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বললেও ভুল হবে না। কারণ ছোট দলগুলো ভালো করছে। আর যাদের কাছে প্রত্যাশা বেশি তারা অনেকেই খারাপ খেলে বিদায় নিয়েছে। এরমধ্যে জার্মান ও স্পেন অন্যতম। তবে ছোট দলগুলোর খেলাও কিন্তু বেশ উপভোগ্য হচ্ছে। আর আমার প্রিয় দল সব সময়ই আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হারলেও পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে আর্জেন্টিনা। বিশেষ করে শেষ ম্যাচে মেসি ছাড়াও পুরো টিমের মধ্যে অন্যরকম স্পিড লক্ষ করেছি। আজ রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনা জয়ী হবে, এমন প্রত্যাশা রাখি শতভাগ।
তবে শুরু থেকেই ভালো খেলতে হবে। কারণ এখানে আর কোনো বিকল্প নেই জয় ছাড়া। আমার মনে হয় শেষ ম্যাচের মতো স্পিরিট নিয়ে খেললে আর্জেন্টিনা আজ জিতে সেমিফাইনালে উঠবে। আর মেসি বরাবরই আমার সবচাইতে প্রিয় খেলোয়াড়। তার খেলার ভক্ত আমি। ফুটবলের জাদুকর বলা হয় তাকে। তার খেলার মধ্যে যে ম্যাজিক আছে, বিশ্বকাপের ম্যাচগুলোতে কিন্তু প্রমাণ করেছে সে আবার। আজও মেসি ম্যাজিকের অপেক্ষায় থাকবো। এই ম্যাজিকটা ছড়িয়ে দিলেই আর্জেন্টিনা নিশ্চিন্তে বাধাগুলো পাড়ি দিয়ে বিশ্বকাপটা নিতে পারবে।