দলের মনোবল বাড়াতে কাতারে নিয়ে যাওয়ার জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে রয়্যাল এয়ার
নিজ দেশের সমর্থকদের কাতারে নিয়ে যেতে ৩০টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথা জানিয়েছে মরক্কোর জাতীয় বিমান সংস্থা রয়্যাল এয়ার মারোক। সবাইকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো।
তাই সমর্থকদের মাঝে বিরাজ করছে বাঁধভাঙা উত্তেজনা। স্টেডিয়ামে বসে নিজ দেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রস্তুত হাজারো মরক্কান সমর্থক। তবে দল যে এই পর্যন্ত আসতে পারবে, তা চিন্তাও করতে পারেনি মরক্কান সমর্থকরা। তাই তো বিশ্বকাপের সেমিফাইনাল দেখার কথা এতদিন মাথায়ও আনেনি অধিকাংশ মরক্কান সমর্থক।
তবে নিজের দলের মনোবল বাড়াতে হঠাৎ করে হাজার হাজার মরক্কান সমর্থক কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এত বেশি লোককে এত অল্প সময়ের মধ্যে কাতারে নেওয়াই একটা বিশাল চ্যালেঞ্জ। সমর্থকদের কাতারে নিয়ে যাওয়ার জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে রয়্যাল এয়ার মারোক।
এই বিশেষ ফ্লাইটগুলো আজ ও আগামীকাল মরক্কো ছেড়ে যাবে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া সেমিফাইনালের ফলাফলের কথা মাথাই রাখছে সংস্থাটি।