1. admin@thedailyintessar.com : rashedintessar :
এমবাপের দুর্দান্ত নৈপূণ্যে ফ্রান্স : সহজ প্রতিপক্ষ নয় মরক্কো - The Daily Intessar
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:১২ অপরাহ্ন

এমবাপের দুর্দান্ত নৈপূণ্যে ফ্রান্স : সহজ প্রতিপক্ষ নয় মরক্কো

টিডিআই রিপোর্ট:
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। একদিকে দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স, এবারও কিলিয়ান এমবাপের দুর্দান্ত নৈপূণ্যে সকল বাধা অতিক্রম করে এসেছে সেমিফাইনাল পর্যন্ত।

অন্যদিকে মরক্কো, এই দলটি যাই করবে এখন সেটাই ইতিহাসের পাতায় বরণীয় ও স্মরণীয় হিসেবে লেখা থাকবে।প্রথম আরব এবং প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো এখন সেমিফাইনালে।

এর আগে কোনও আরব কিংবা আফ্রিকান দেশ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে খেলেনি।

মরক্কোর এই দলটির দিকে তাকিয়ে থাকবে বিশ্বের নানা প্রান্তে বসবাসরত আফ্রিকান ফুটবল সমর্থকরা, আরব ফুটবল সমর্থকরা, ফুটবল পিয়াসীরা তাকিয়ে থাকবে নতুন কোনও চমক আসছে কি না তা দেখতে।

ফ্রান্স শক্তিশালী কিন্তু মরক্কো সহজ হবে না, এই দলটি ক্রোয়েশিয়ার সাথে ড্র করেছে, স্পেন, বেলজিয়াম, পর্তুগালকে হারিয়েছে।

সংবাদটি সংরক্ষন করতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন..

Leave a Reply

এই বিভাগের আরও খবর...

© All rights reserved  2021 The Daily Intessar

Developed ByTheDailyIntessar