আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে ১ মণ মিষ্টি বিতরণ করেছে আর্জেন্টিনার সমর্থকরা। এ সময় তারা ‘মেসি, মেসি’ বলে স্লোগান দেন।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে এসে শেষ হয়।
সমর্থকরা ব্যানার, ফেস্টুন, রঙ খেলা, মুখোশ, জার্সি গায়ে ভু ভু বাঁশির শব্দ আর বাদ্যযন্ত্রের তালে মেতে ওঠে তারা। প্রিয় দলের পতাকা নিয়ে শোভাযাত্রায় উচ্ছ্বসিত সমর্থকরা।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আজেন্টাইন সমর্থক ভিপি হাসান সারোয়ার, ইফতেয়ার রিফাত, মেহেদী হাসান লেনিন, কাজী খাইরুল, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।