সুখবর দিলেন ঢাকার মোস্ট পপুলার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ইতি এঞ্জেল ও তরুন রাজনীতিবিদ জাবেদ হোসেন মিঠু।
তাদের কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। খবর নিশ্চিত করেছেন ইতি এঞ্জেল নিজেই।
শনিবার (১৩ মে) দুপুর ১টায় ইতি এঞ্জেল’কে ভর্তি করা হয় রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত আজগর আলী হাসপাতালে। এরপর অপেক্ষার পালা শেষে সন্ধ্যা ৬টার দিকে জানা যায়, কন্যা সন্তানের মা-বাবা হলেন ইতি এঞ্জেল ও জাবেদ হোসেন মিঠু।
সামাজিক যোগাযাগ মাধ্যমে এরই মধ্যে খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় এই মেকআপ আর্টিস্ট ইতি এঞ্জেল।
আজ রবিবার (১৪ মে) সকাল ৯ টায় মেয়ে ও মা’কে কেবিনে হস্তান্তরের পর হাসপাতালে একে একে আসতে শুরু করেন শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ও পরিবারের বাকি সদস্যরা।
আজ (১৪ মে) রবিবার ইতি এঞ্জেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে লিখেন, আলহামদুলিল্লাহ! আমার ঘরে আর একটি রহমত চলে আসছে এখন আমার তিনটা জান্নাত সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন।