মেকআপ এখন প্রতিটি নারীর জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ, যা নারীর সৌন্দর্য বৃদ্ধির একটি অন্যতম উপায়ও বলা চলে। আর এই মেকআপের মতো কঠিন বিষয়কে হাতের মুঠোয় নিয়ে এসেছে রোমানা তানহা।
আমরা জানবো আজ সফল নারী উদ্যোক্তা রোমানা তানহা’র সম্পর্কে-
“রোমানা তানহা” মেকআপ ইন্ডাস্ট্রির শীর্ষ দশে নিজের অবস্থান করে নিয়েছেন। দীর্ঘ ৭ বছরের সাধনা ও অভিজ্ঞতায় অসংখ্য মানুষের কাছেই বেশ জনপ্রিয় রোমানা তানহা।
মেকআপ আর্টিস্ট “রোমানা তানহা” ৩ মে দিনাজপুর জন্মগ্রহণ করেন এবং নিজ জন্মস্থান দিনাজপুর থেকে এসএসসি, এইচএসসি ও রাজধানীর একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন।
বিউটি ইন্ডাস্ট্রির প্রতি অধীর আগ্রহ, রূপসজ্জা ও চুল সম্পর্কে তার বিদ্যমান জ্ঞান থেকেই রোমানা তানহা’র পথচলা শুরু। যদিও সহজ ছিল না পথ চলা।
রোমানা তানহা, চুল ও রূপসজ্জায় দেশি-বিদেশি মেকআপ আর্টিস্টদের কাছে ক্লাস করে একাধিক সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বর্তমানে রাজধানীর মিরপুর ১১ তে “রোমানা তানহা’র” একটি মেকাপ স্টুডিও এবং ট্রেনিং সেন্টার আছে সেখানে তিনি নিজ হাতে ক্লাইন্ট সাজান এবং তরুণ প্রজন্মের নারীদের জন্য ওয়ার্কশপ করে থাকেন।
যারা হেয়ার ও মেকআপ সম্পর্কে শিখতে চান, রুমানা তানহা তাদের জন্য কোর্সের ব্যবস্থা রেখেছেন। কোর্সগুলো ৫ দিন ও ৩ দিনের কর্মশালা হিসেবে সাজানো।
“রোমানা তানহা” তার ওয়ার্কশপে মেকআপের পাশাপাশি কীভাবে তারা মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে ব্যবসা করতে পারবেন, এ সম্পর্কেও ধারণা দিয়ে থাকেন।
দেশের মেকআপ প্রেমীরা যাতে খুব সহজে মেকআপ শিখতে পারেন এবং নিজে প্রতিষ্ঠিত হতে পারেন সেই লক্ষ্যে কাজ করছেন রোমানা তানহা। রোমানা তানহা চান প্রতিটি নারীই স্বনির্ভর হয়ে গড়ে উঠুক।
মেকআপ আর্টিস্ট হয়ে ওঠা নিয়ে রোমানা তানহা বলেন, আমি জানতাম না মেকআপ আর্টিস্ট হবো। তবে মেকআপের প্রতি ভালোলাগা ছোটবেলা থেকেই ছিল। খুব পছন্দ করতাম। ফ্যামিলি থেকে নানা বাধা থাকতো। মেকআপ করা যাবে না। বাসায় সুযোগ পেলেই নিজেই নিজের ওপরে মেকআপের নানা বিষয় এপ্লাই করতাম। একটা সময় পরিবার ও বন্ধুবান্ধবের কাছে থেকেই মেকআপ শিল্পী এবং ট্রেইনার হিসেবে নিজেকে মেলে ধরি।
রোমানা তানহা মেকাপের ওপরে বেশ কিছু ট্রেনিং নিলেও নিজের টিকসগুলোই কাজে লাগাতে পছন্দ করেন।
এছাড়াও রোমানা তানহা, একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ব্র্যান্ড প্রোমোটর, বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রমোট করে থাকেন।